বিএনপি-জামায়াত অশুভ শক্তি, এদের শক্ত হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, যারা এদেশের উন্নয়নে বাধাগ্রস্থ করছে তাদের শক্ত হাতে দমন করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবান ভূইঁয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাংসদ মুজিবুল হক, পৌর মেয়র মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি