নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর চিকিৎসা সেবা বন্ধ করেছে চিকিৎসকরা। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সোমবার (২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগসহ সকল সেবা বন্ধ করে দেয়।
পরে পরিচালকের কক্ষে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক জরুরি বৈঠক হয়। প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২ টায় জরুরী বিভাগসহ ও আন্তঃবিভাগের চিকিৎসা চালু করা হয়। তবে বন্ধ রয়েছে আউটডোর চিকিৎসা সেবা।
আন্দোলনরত চিকিৎসকরা জানান, আজ রাত ৮টা পর্যন্ত তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে। যদি আইনশৃঙ্খলা সন্তোষজনক না হয়, ফের পুরো হাসপাতালের কর্মবিরতি শুরু করবে বলেও হুশিয়ারি দেন তারা।
এদিকে, আউটডোর সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।