নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে উপজলার আগ্রান সুতির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে মহরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি আগ্রান সুতির পাড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ট্রাক চালক রবি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে পাঠায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি