কুষ্টিয়ায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর বাগানপাড়া গ্রামের মোহাম্মদ মান্নান ওরফে মায়া ও আনিছুর রহমান এবং একই গ্রামের আব্দুস সালাম।
নিউজ ডেস্ক / বিজয় টিভি