নাটোরের সিংড়ার লালোর উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় তারা অভিযোগ করেন, স্কুলের প্রধান শিক্ষক, কমিটির সাথে মিলিত হয়ে বিদ্যুৎ বিল, ল্যাব ভাড়াসহ নানা কারণ দেখিয়ে সকল শিক্ষার্থীর কাছ থেকে বাড়তি টাকা আদায় করেন । এছাড়া স্কুলের জায়গা বরাদ্দ ও পুকুর খনন সহ নানা দুর্নীতিরও অভিযোগ করেন তারা। অবিলম্বে এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানানো হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি