কুষ্টিয়ায় দুইদল মাদক ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী বন্দুকযুদ্ধে ‘রফিকুল ইসলাম’ নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
কুষ্টিয়া সদর উপজেলার হররা বেলের মাঠে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে, এমন খবরে ঘটনাস্থলে পৌঁছান তারা। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রফিকুল গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি