লক্ষীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহেদ হোসেন ও মুরাদ হোসেন নামে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার শাকচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক মিয়া জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি বন্দুক, ধামা, ছোরা, লোহার ছেনি, কার্তুজ ও কালো মুখোশ উদ্ধার করা হয়। শাহেদ ও মুরাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি