ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নতুন করে আরো ২০ জনসহ এখন পর্যন্ত মোট ৯৯ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আক্রান্তদের মধ্যে ২৭ জনকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকীরা রাজাধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সিভিল সার্জন ড. শাহ আলম জানান, আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ ও মশারী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি