কুষ্টিয়ার কুমারখালির মৃৎশিল্পে পণ্য রপ্তানী হচ্ছে সৌদি আরব ও মালেশিয়ায়। চলতি বছরে প্রথমবারের মতো রপ্তানী হয়েছে প্রায় ৮ লাখ টাকা মূল্যমানের তৈজস।
উপজেলার কল্যাণপুর গ্রামের বটো সমাজ কল্যাণ সংস্থা কাজ করছে মৃৎপণ্য উৎপাদনে। গতকাল বটো মৃৎশিল্প পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও রাজিবুল ইসলাম খান, বটো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিহির সিংহ রায়সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি