সরকারি দলের কোনো নেতাকর্মী নদীতে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
টাঙ্গাইলের মির্জাপুরে বন্যায় ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকায় পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সরকারের পক্ষ থেকে প্রতিটি এলাকায় ক্ষতিগ্রস্থদের সহায়তা দিতে যথাযত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি