প্রতি বছরের মতো এবারও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী খ্রীষ্টান ধর্ম পল্লীতে অনুষ্ঠিত হয়ে গেলো সাধু-নিকোলাস পার্বন।
শুক্রবার প্রায় ৮-১০ হাজার খ্রীষ্টান ধর্মাবলীর নারী-পুরুষ এতে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করে নাগরী খ্রীষ্টান ধর্ম পল্লীর পুরোহিত ফাদার জয়েন্ত এজ গমেজ। প্রার্থনায় ছিলেন ঢাকার কাকরাইল খ্রীষ্টান ধর্ম পল্লীর সহকারী বিষপ শরৎ ফ্রান্সিস গমেজ। ১৬৬৩ সালে সেন্ট নিকোলাস ধর্ম পল্লীটি স্থাপন করে তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি