কিশোরগঞ্জের পুলিশ সুপারের নামে ফেইসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে আব্দুল হান্নান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৫ সেপ্টেম্বর বরগুণা পুলিশ আমতলী সদরের বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক তথ্য নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ জানান, হান্নান গত তিন মাস ধরে ফেসবুকে ‘মাশরুকুর রাহামান খালিদ’ নামে একটি ভুয়া আইডি খুলে নিজেকে কিশোরগঞ্জের এসপি পরিচয় দিয়ে ধনাঢ্য মহিলাদের সঙ্গে সম্পর্ক করে অর্থ আদায় করে আসছিলো। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি