ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচরের উদেপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. সেলিম মাদবরের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে এ পর্যন্ত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার জানান, সেলিম মাদবর গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি