চলনবিলের ৯টি উপজেলা এবছর পাটের বাম্পার ফলনে কৃষকের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক।
প্রতি বিঘায় ৮ থেকে ৯ মণ করে পাট পাচ্ছে কৃষকেরা যা বিক্রয় হচ্ছে প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলনবিলে গত বছর পাটের চাষ হয়েছিল ৪০০ হেক্টর আর এবছর হয়েছে ৪০৫ হেক্টর যা গত বছরের তুলনায় ৫ হেক্টর বেশি। তাড়াশ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার এস এম নাগির মাহফুজ জানান, চলনবিলে পাট অনেক ভালো হয়। তাছাড়া পাট চাষে খরচ ও পরিশ্রম কম হওয়ায় পাটের চাষে মানুষের আগ্রহ বেশি। এ বছর পাটের ভালো ফলন হওয়ায় দামও সঠিক পাচ্ছে কৃষকরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি