পিরোজপুরে ডাকাত সর্দার বাদশাসহ ৫ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতচক্রের কাছ থেকে লুন্ঠিত টাকা ,স্বর্নালংকার ও মোবাইল সেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ডাকাতদলটি একটি বাসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ছারছিনা এলাকা থেকে দলের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকি সদস্যেরও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি