বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দেশরত্ন শেখ হাসিনা সংকল্পবদ্ধ বলে, মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবার জন্য শেখ হাসিনার কর্মধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেমন্ত কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি