কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় এক হাজার হেক্টর জমির মাসকলাইসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এসব অঞ্চলের কৃষকরা।
গত ৫ দিন ধরে পদ্মায় পানি বৃদ্ধির ফলে উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের কৃষকদের আবাদকৃত ফসরের ব্যাপক ক্ষতি হয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অচিরেই চরাঞ্চলের ঘর-বাড়ি তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি