‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ স্লোগানে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উপলক্ষ্যে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা হয়েছে।
সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা হয়। উপজেলা নিবার্হী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে নারীরা পুরুষের পাশপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে। একই সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীরা অবদান রাখছে। তাই প্রতিটি পরিবার থেকে কন্যা শিশুদের অধিকারগুলো নিশ্চিত করা দরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি