নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ কোটি ২৫ লাখ টাকা ও ২ হাজার পিস ইয়াবাসহ জামাল হোসেন মৃধা ও তার দুই সহযোগিকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামাল হোসেনের চার তলা বাড়ির তৃতীয় তলার ফ্লাটে তল্লাশি চালানো হয়। এ সময় নগদ ১ কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সাথে বাড়িটির নিচ তলায় তার ব্যক্তিগত অফিস থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি