চাঁদা না দেয়ায় নোয়াখালীর সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের ‘নুরুল আমিন’ নামে একজনের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দূর্বৃত্তরা।
এ ঘটনায় আহত ৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী জানান, ছেলে নুর হোসেন সম্প্রতি প্রবাস থেকে বাড়ীতে আসার পর থেকেই এলাকার হাসেম মেম্বারের ছেলে আবদুল কাইয়ুম সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সোহেলের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বাঁধা দেয়ায় কুপিয়ে ৫ জনকে আহত করে তারা। নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি