বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষ্যে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ‘নাগরিক সমাজ দিনাজপুরে’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এদিকে বগুড়ায় একই দাবিতে আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বগুড়া জেলা ছাত্রলীগ। এছাড়া কুষ্টিয়ায় আবরার ফাহাদের রূহের মাগফেরাত কামনায় কুষ্টিয়া জিলা স্কুলে দোয়া মাহফিল হয়েছে। এসময় তারা আসামিদের গ্রেফতারে সন্তুষ্টি প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া, একই দাবিতে কুমিল্লা, মেহেরপুর, নেত্রকোনা, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি