চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সমাবেশ ও মিছিল করেছে সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চ।
সকালে সাতক্ষীরা নিউমার্কেট চত্ত্বরে সমাবেশ করে সংগঠণটি। জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল মালেক সোনা, মুক্তিযোদ্ধা ইমাম বারী, অধ্যক্ষ সুভাষ সরকার, ওবায়দুস সুলতান বাবলুসহ অন্যরা। সমাবেশে বক্তারা সাতক্ষীরা পাসপোর্ট অফিস, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত অফিস, এসিল্যান্ড অফিস, রেজিষ্ট্রি অফিস, সেটলমেন্ট অফিসে এখন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি