ক্যাম্পাসে সাংগঠনিক রাজনীতি চলবে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকালে চাঁপদুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অপরাজনীতির কারণে বুয়েটে ঘটনাটি ঘটেছে। সেটি বন্ধ করার ক্ষেত্রে যদি আগে থেকে উদ্যোগ নেয়া হতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। মন্ত্রী আরো বলেন, সকল ক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না। তবে রাজনীতিকে যেন কেউ ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোনো অপকৃতি করতে না পারে সেদিকে রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সমাজের সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি