কুষ্টিয়ায় লালনের আখড়ায় ভক্তরা খুঁজতে যান সাঁইজিকে। তার গানে গানে এই আখড়ায় হয় সকাল, হয় সন্ধ্যা। রাতভর চলে গান। অসাম্প্রদায়িক লালন তার মতবাদ, দর্শন এবং সঙ্গীতের জন্য বেঁচে আছেন আজও অসংখ্য মানুষের মনে। লালন ভক্তরা তার স্মরণে তার আখড়ায় ভিড় জমায় সারা বছরই। তবে মেলার সময় দূরদূরান্ত থেকে বাউলেরা আসেন, আড্ডা জমান, লালনের দর্শন ব্যাখ্যা করেন, গান শোনান। সব দিক যেন হয়ে ওঠে লালনময়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি