কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনাপুর বাজারের পাশে একটি ধানক্ষেত থেকে জয়নাল আবেদীন নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামে একটি বাড়ীর পুকুরের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ভোরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশে খবর দেয়া হয়। তবে শরীরের বাকি অংশ এখনো পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মনে আতংক বিরাজ করছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি