লক্ষীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরন মেম্বার হত্যা মামলার আসামী জসীমকে গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যাকান্ডে ব্যবহৃত ২টি বন্দুক, ২টি এলজি, ২৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
সকালে মিট দ্যা প্রেস এর ব্রিফিং এ লক্ষীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এ তথ্য দেন। হত্যাকাণ্ডের বিষয়ে জসিমকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। পরে জসিমের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার দত্তপাড়ার আলাদাতপুরে মুখোশধারী দূর্বৃত্তরা স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি