ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
দুপুরে সদর উপজেলার সুলতানপুর ব্যাটালিয়ন ক্যাম্পে ২০১৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫১ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন ১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি