বগুড়ায় সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরগোলায় প্রকাশ্যে আব্দুর রহিম(৪০) নামের এক মাছের পোনা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুর রহিম বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরগোলা বাজারে শত-শত মানুষের সামনে প্রকাশ্যে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অদ্দিরগোলা বাজারের পূর্বদিকে একদল দুর্বৃত্ত তাকে ঘেরাও করে শতশত মানুষের সামনে মোটরসাইকেল থেকে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় অদ্দিরগোলা বাজারের তিন-শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে বন্ধ করে দেয়া হয়। রাস্তায় পড়ে থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুর রহিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়াও জানা যায় নিহত আব্দুর রহিম সাবগ্রাম ইউনিয়ন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামী ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক/ বিজয় টিভি