কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কাওছার আলম ও মহিবুল ইসলাম নামে দুই ট্রলি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ আন্তনগর ট্রেনটি কাটদহচর রেল ক্রসিং অতিক্রমের সময় একটি ট্রলি লাইন পার হতে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি