সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছর বয়সী শিশু তুহিন হত্যা মামলায় বাবা ও চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, পুলিশ আগে থেকেই ধারণা করেছিল, শিশু তুহিনের পরিবারই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত।
গত আড়াই মাসে বিভিন্ন আলামত ও বিশেষজ্ঞের রিপোর্ট এবং পুলিশের তদন্তের প্রেক্ষিতে এ হত্যার ঘটনায় তুহিনের বাবা আব্দুর বাছির, চাচা আব্দুর মোছাব্বির, জামশেদ আলী, নাসির উদ্দিন এবং চাচাতো ভাই শাহারুলের সম্পৃক্ততা পেয়ে আজ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি