অবৈধ দখল উচ্ছেদে সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে বরগুনা জেলা প্রশাসন।
আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলা ভূমি কর্মকর্তা রুবাইয়া তাসমিনের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাড়ানি খালের দক্ষিণ প্রান্ত থেকে ৭ কিলোমিটার জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় খাল পাড়ের শতাধিক পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করবে প্রশাসন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি