যশোর ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ দুই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন।
যশোরের বিমান অফিস মোড়ে একটি প্রাইভেটকার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বোনসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও তিনজন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তারা প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। পথে বিমান অফিস মোড়ে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে।
এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতর আহত হন আরোহীরা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনজনের মৃত্যু হয়।
এদিকে, গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ১৫জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি