কুষ্টিয়ায় হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ এবং চাঁপাইনবাবগঞ্জে শিশু হত্যার দায়ে এক নারীকে ২০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (সোমবার) সকালে কুষ্টিয়ার দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী লাল্টু হত্যা মামলায় লিটন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
২০১৬ সালে পূর্ব শক্রতার জেরে খন্দকার ইয়াছিন আরাফাত লাল্টুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা লিটনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগে সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে শিশু হত্যার দায়ে রোজিনা খাতুন নামে এক নারীকে ২০ বছর সশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি