বাংলাদেশ পোস্টাল শাখা ডাক কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধির দাবিতে উদ্যোক্তা সম্মেলন করা হয়েছে।
আজ (শনিবার) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ হল রুমে এ আয়োজন করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, পোস্ট অফিসের ইডি শাখায় যারা চাকরি করেন তাদের বেতন দেয়া হয় ৪ হাজার ৪৬০ টাকা। যা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। তাই দ্রুত বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোস্টাল শাখা ডাক কর্মচারী মেহেরপুর জেলা শাখার সভাপতি মাসুদ বিশ্বাস, খুলনা দক্ষিণ অঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল তরুণ কান্তি শিকদারসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি