কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে বিজিবির আটককৃত ১ কোটি ৩৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভ্যন্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে মদ, ফেনসিডিল, গাঁজা, পাতার বিড়ি ও ইয়াবা। এর আগে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জালাল গণি খান।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, কোন নির্দিষ্ট সংস্থা নয় বরং সর্বগ্রাসী এ মাদক বিপর্যয় রুখতে সমাজের সর্বস্তরের সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি