মুক্তিপণের দুই লাখ টাকা পরিশোধ করার তিনদিন পরেও দস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি মেলেনি সাতক্ষীরার শ্যামনগরের জেলে বাটুল সরদার ও আব্দুর রাজ্জাকের।
গত ১২ ফেব্রুয়ারি রাতে সুন্দরবনের বৈকারী খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে তিন জেলেকে অপহরণ করে দস্যু ‘জোনাব-জিয়া বাহিনী’র সদস্যরা।
যদিও সন্তানের অপারেশনের কথা বলে দস্যুদের ডেরা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন অপহৃত আরেক জেলে রজব আলী।
ফিরে আসা জেলে রজব আলীর ছেলে আবু বক্কর ও স্থানীরা জানান, বুধবার সকালে নির্দিষ্ট বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পরিশোধ করেছে জেলে বাটুল ও রাজ্জাকের পরিবারও।
কিন্তু এতেও তারা বাড়িতে না ফেরায় চরম উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তাদের স্বজনেরা। এদিকে, মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করা হয়েছে, এমন ঘটনা নিয়ে কেউ থানায় আসেনি বা অভিযোগও করেনি বলে জানান শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি