কুষ্টিয়ায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরকে এবং ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ (মঙ্গলবার) সকালে, কুষ্টিয়ার ভেড়ামারায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর বিপ্লব দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।
একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, ঝালকাঠির নলছিটির তেতুলবাড়িয়া গ্রামে কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল ঘরামী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ মো. তোফায়েল হাসান। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি