টাঙ্গাইলের কালিহাতী, গাজীপুরের কালীগঞ্জ ও পটুয়াখালীর বাউফলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিংক রোডের তিন নম্বর ব্রিজের কাছে বাসচাপায় মো. ইমন মিয়া ও শাওন মিয়া নামে ২ জন নিহত হয়েছেন।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিলেন।
এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া ও শাওন মিয়া নিহত হন।
এদিকে, গাজীপুরের কালীগঞ্জে পৈলানপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক খাদে পড়ে সিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
এছাড়া পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি