বিএনপি’র আন্দোলন করার কোনো শক্তি নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য তাদের আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে না।
আজ (রোববার)সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে দেশের প্রচলিত আইনে সাজা ভোগ করছেন। জামিনের বিষয়টি আদালতের বিষয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই।
নিউজ ডেস্ক/বিজয় টিভি