টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধে ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পৃথক আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যে সিঙ্গাপুর ও চীন ফেরত দুইজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন তারা। একই সঙ্গে তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
এদিকে, হাসপাতালে ৬টি বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও পরবর্তীতে বাংলাদেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ায় ট্রমা সেন্টারের ১০০ বেডকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। এছাড়াও ১১ উপজেলার প্রতিটিতে দুই থেকে ৮টি করে বেড নিয়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি