সাতক্ষীরা ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
আজ (শনিবার) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাকের চাকায় পিষে সাবিত্রী দাস টুকি নামে এক গৃহবধু নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছে তার দুই বছরের মেয়ে পিংকি দাস। স্থানীয়রা জানান, একটি ভ্যানযোগে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন সাবিত্রী।
পথিমধ্যে ভোমরা বন্দরের কাছে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়ে সাবিত্রী ও তার মেয়ে। এ সময় সাবিত্রীকে চাপা দেয় ট্রাকটি।
এদিকে, মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লিটন প্রামানিক নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত চার জন। সকালে হরিরামপুর উপজেলার গোপালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি