করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
আজ দুপুরে গাইবান্ধা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্ত ও সিভিল সার্জনের সুপারিশক্রমে গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।
উক্ত কমিটির সভাপতি ও গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে গাইবান্ধা জেলায় জনসাধারণ প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি