ত্রাণ কমিটির মাধ্যমে সারাদেশে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ (বৃহস্পতিবার) সকালে কুষ্টিয়া আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত করার পিসিআর ল্যাব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ ল্যাব উদ্বোধনের ফলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েক জেলার রোগীরা এখানে এসে নমুনা পরীক্ষা ও করোনা শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা নিতে পারবেন বলেও জানান তিনি।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত ও সিভিল সার্জন আনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি