জামালপুরে সহজে ও দ্রুত করোনা শনাক্তের জন্য আরটি পিসিআর ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে নির্মানাধীন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ ব্যাপারে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এ কে এম মুসা বলেন, আগামী দুই দিনের মধ্যেই করোনার নমুনা পরীক্ষা জামালপুরেই করা যাবে। ল্যাবের সব কাজ শেষ হয়েছে।
এই ল্যাবে প্রতি ছয় ঘণ্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে। ল্যাবে ৬ জন চিকিৎসক ও ৬ জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করবেন বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি