নারায়ণগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, সকালে একটি পিকআপ ও একটি ট্রাক সানারপাড় এলাকা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় মাইক্রোবাসের সাথে পিকআপের সংঘর্ষে পিকআপে থাকা ৬ যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পথেই ৩ জন মারা যান। বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি