ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (৩ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাব বাজারে ও সকালে সিডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পোশাক শ্রমিক আক্কাস আলী (৪৮) ও কুলেছা বেগম (৪২) এবং মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম (৩২) ।
পুলিশ জানায়, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পোশাক শ্রমিক দম্পতি আক্কাস ও কুলেছা ছিটকে পড়েন। এ সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা নিহত হন।
পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আক্কাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর এক দম্পতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে,
সকালে সিডস্টোর বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ঢাকাগামী একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুল ঘটনাস্থলেই মারা যান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি