পরিবার ও নিজের নিরাপত্তার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার যথাযথ ব্যবহারের আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
গতকাল(রোববার) সন্ধ্যায় কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাজীপুর জেলা পুলিশ আয়োজিত করোনা ভাইরাস আক্রান্ত রোধে সচেতনতা মূলক র্যালিতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
পরে গাজীপুর জেলা পুলিশ সুপার সামছুন্নাহারের নেতৃত্বে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাজার,সফিপুর এবং মৌচাকে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুরাদ কবীরসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি