মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে রাজৈর পৌরসভার বেপারীপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদারীপুর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ৫ থেকে ৭ দিন পরে রিপোর্ট পাওয়া যায়।
এতে করোনা ভাইরাস একজনের দেহ থেকে অন্যজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা। তাই দ্রুত ল্যাব স্থাপনের দাবি জানান বক্তারা।