মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজে পাটুরিয়ামুখী একটি ট্রাকের চাপায় স্বপন কুমার ঘোষ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্বপন কুমার এসিআই কোম্পানীর মানিকগঞ্জের ডিলার বিমল এ্যান্ড ব্রাদার্স এর অধীনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে ভ্যানে করে মানিকগঞ্জ থেকে এসিআই কোম্পানির মালামাল নিয়ে বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। মালবোঝাই ভ্যানের পেছনে বসে থাকা অবস্থায় পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ছিটকে পড়ে গেলেও দুর্ঘটনাস্থলে মারা যান স্বপন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি