সাতক্ষীরার দেবহাটায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত মনির হোসেন উপজেলার শিমুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ভোরে, সখিপুরের একটি আখ ক্ষেতের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, চালক মনির হোসেন গতকাল দুপুরে ইজিবাইক নিয়ে ভাড়ায় চলে যান। রাতে ফিরে না আসায় তল্লাশি করে সকালে সখিপুরের একটি আখ ক্ষেতের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি